অপরাধ পত্র ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা জুয়েলকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে ১টি রিভালবার,২রাউন্ড গুলি ও ৬শত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।গ্রেফতারকৃত জুয়েল কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের উওর চকবস্তা গ্রামের পিতা মৃত আবুল বাসারের ছেলে । শনিবার রাত আনুমানিক ৫টা ৪০মিনিটে কুমিল্লার কান্দিরপাড় ট্রমা হাসপাতালের সংলগ্ন বাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। মামলার এজাহারে জানা যায় কসবা সহ বিভিন্ন স্থানে জুয়েলের বিরুদ্ধে ৫টি মাদক মামলাসহ পলাতক আসামী। কসবা থানায় র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্প এস আই মো:আব্দুল মান্নান বাদি হয়ে নিয়মিত মামলা দায়েক করেন। আজ সোমবার দুপুরে জুয়েলকে অস্ত্রসহ মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।এই দিকে জুয়েলকে পুলিশ ভ্যানে শনিবার জেলা আদালতে প্রেরণ করার সংবাদ পেয়ে কয়েক শতাধিক নারী পুরুষ মাদকের বাদশা নামে খ্যাত জুয়েলকে এক নজর দেখতে আসেন। পুলিশ তাদেরকে সরিয়ে দিতে হিমশিম খেতে হয়েছে। তারা জানান জুয়েল চকবস্তা গ্রামের অসহায় মানুষের সেবাসহ গরীব ২৯টি পরিবারের কন্যাসন্তানকে জনপ্রতি ১লাখ টাকা করে নগদ দিয়ে বিবাহ প্রদানে সহায়ত করেন। মাদকের বাদশা জুয়েল নিজ গ্রামে মুকুটবিহীন সমাট্র হিসেবে সুপিরিচিত বলে সচেতনমহল জানান।