আফরোজা রশীদ ঢালী :
রাত পোহালেই কসবা উপজেলা ১নং মূলগ্ৰাম ইউনিয়ন পরিষদের নির্বাচন। প্রচারে ব্যস্ত সময় পার করছেন চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ মেম্বারসহ সংরক্ষিত মহিলা আসনের সদস্যদের মধ্যে ব্যাপক ভোট যুদ্ধ হবে বলে সচেতন মহল জানান। শান্তি পূর্ণ ভোট গ্রহণ সহ নির্বাচনে প্রতিটি ভোটকেন্দ্রে ইবিএম মিশিন সহ দায়িত্ব পালনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, আনসার, পুলিশ, বিজিবি মোতায়েন থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।
এই নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে আসন্ন ১৫জুন ১নং মূলগ্ৰাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিন জনের মধ্যে কাজী কামাল খান, মাইনুল ইসলাম, জালাল উদ্দিন রুমির মধ্যে ত্রি মুখী ভোট যুদ্ধ হবেবলে এলাকাবকাসী অভিমত প্রকাশ করেন। অপর দিকে প্রভাষক মাছুম আর মুজিবুর রহমানের মাঝে ভোট যুদ্ধ হলেও অল্প ভোটের ব্যবধানে কাজী কামাল খান, মাইনুল ইসলাম, জালাল উদ্দিন রুমি এই তিন জনের মধ্যে যে কেউ বিজয় হবেন বলে সারা ইউনিয়নে আলোচনার ঝড় উঠেছে।