আফরোজা রশীদ ঢালী :
২৫ জুন পদ্মাসেতুর উদ্বোধন উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয় । এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম । অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) মোঃ রুহুল আমীনের পরিচালনায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান , সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও , পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কুদ্দুস , ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন সরকারী – বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগন । এ সময় বক্তারা বলেন , পদ্মাসেতু দেশের অর্থনীতিসহ জনজীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে । এই পদ্মাসেতুর উদ্বোধন বাঙ্গালি জাতির জন্য গর্বের । সভায় পদ্মাসেতু উদ্বোধন উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ র্যালী , আলোচনা সভা , প্রচারণার জন্য শহরে ব্যানার – ফেস্টুনের মাধ্যমে সুসজ্জিত করার সিদ্ধান্ত গৃহিত হয় ।