আফরোজা রশীদ ঢালী :
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা পৌরসভার ৬নং ওয়ার্ডের চড়নাল গ্রামের বাসিন্দা মানজু মিয়ার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুম মানজু মিয়া কসবা পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শওকত এর পিতা ও কুটি মাইজখাড় গ্রামের সুমন কাজীর বেয়াই। ১৬জুন বৃহম্পতিবার রাত ৩ ঘটিকার সময় উনার নিজ বাড়িতে স্বাভাবিক ভাবে ইন্তেকাল করেছেন। মরহুম মানজু মিয়ার জানাজার নামাজ আজ শুক্রবার বাদ আসর চড়নাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। কসবা সাবরেজিষ্ট্রারী অফিসেৱ মান্জু মিয়া কর্মরত ছিলেন। তার মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক এমপি,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন,কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী,সাবেক পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও কসবা টিভির পরিচালক খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা পৌর আওয়ামী লগের সভাপতি সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুস্তম খা,কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন,সাবেক ছাত্রনেতা তারেক মাহমুদ,৬নং পৌর কাউন্সিলর ফুরকান মিয়া,৯নং ওয়ারোডর কাউন্সিলর আলাল হোসেন,৫নং ওয়ার্ডের কাউন্সিলর রগুু মিয়া ,কসবা দলিল লিখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোকসহ সমবেদনা জ্ঞাপন করেছেন।