আফরোজা রশীদ ঢালী :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হবে। আগামীকালমঙ্গলবার দুপুরে পৌর সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে মেয়র গোলাম হাক্কানী প্রস্তাবিত এই বাজেট ঘোষণা করবেন।গত বছর ২০১৯-২০ সনের বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৩১ কোটি ৭৮ লাখ ৬৯ হাজার ৬১৯ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৫৫ লাখ টাকা এবং সার্বিক বাজেটের উদ্বৃত্ত ধরা হয়েছে ৩ কোটি ২৮ লাখ ৬৯ হাজার ৬১৯ টাকা মাত্র ও বাজেটের প্রারম্ভিক জের ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ২৪ হাজার ৬১৯ টাকা। কসবাবাসীর দাবি একটি মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে। চলতি বাজেটে গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের বরাদ্দ ঠিক করা হবে। বাজেট ঘোষণাকালে কসবার দুই প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পৌর কাউন্সিলর বৃন্দ অংশগ্রহগণ করার কথা এক দাওয়াকত পত্রে জানানো হয়েছে।