আফরোজা রশীদ ঢালী:
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের পাতারিয়াদ্বার কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ধসে কাটা পাহাড়ের রাস্তায় মাটি চলে আসে। পাতারিয়াদ্বারে একমাত্র চলাচলের রাস্তাতেও একই ঘটনা ঘটেছে। সেখানে গাছ উপড়ে পড়েছে। কালাম খন্দকারের কাটা পাহাড়ের রাস্তার মাটি সরিয়ে চলাচল স্বাভাবিক করা হয়েছে।’ ভারি বর্ষণে পাহাড় কাটার মাটি ধসে বন্ধ হয়ে পাতারিয়াদ্বার এই রাস্তাটি দিয়ে যানচলাচলে দূঘটনা ঘটে।তাই েপ্রতিবেদশী একটি পরিবার মানুষ রাস্তা দিয়ে চলাচলের সুবিধার্থে স্ব-উদ্যোগে মাটি সড়িয়ে চলা চলের সুব্যবস্থা করছেন।টানা বৃষ্টিতে পাহাড়ধসে কাটা পাহাড়ের রাস্তায় মাটি চলে আসে। সেখানে গাছ উপড়ে পড়েছে।‘সকালে কাটা পাহাড়ের রাস্তার মাটি সরিয়ে চলাচল স্বাভাবিক করা হচ্ছে। পাহাড় কাটাসহ পাহাড়ি মাটিতে রাস্তা ভরাট হওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসন আইনগত ব্যবসধা গ্রহণের জন্য সচেতনমহল দাবী জানান। মাটি বন্ধ রাস্তাটি পরিস্কর করছে মা বাবা ছেলে।
ReplyForward |