আফরোজা রশদি ঢালী :-কসবা উপজেলার বায়েক ইউনিয়নের কাশিরামপুর পাহাড় ধস প্রায় ঘটে থাকে। এই কেয়েক দিনের বৃষ্ঠিতে প্রায় কয়েক পাহাড়ের কিছু অংশ ধসে পড়েছে। বাযৈক ইউপিনয়নের কাশিরামপুর,ও একই রাস্তার কোল্লাপাথর যেতে রাস্তায় পাহাড় ধসের ঘটনা ঘটেছে।