আফরোজা রশীদ ঢালী :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সাদলানদীর আওতায় কসবা -১ তাপুর নামকস্থানে ২০১৮সালে ১শত কোটি টাকা খরচে বাপেক্স কুপ খন নকাজ উদ্বোধন করেছিলেন আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপি। উদ্বাধন অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেছিলেন কসবা-১ তারাপুর গ্যাস পেলে কসবায় গ্যাস দেয়া হবে বলেছিলেন। আজ এই প্রতিবেদন তৈরীকালে জানা যায় ২০২৫ সালেরর মধ্যে এই রিজাভ কুপ থেকে গ্যাস সরবরাহ করা হবে।