মো:জোসেপ আলী সেলট ব্যুরো অফিস:
মৌলভীবাজার জেলার বানভাসি মানুষের বাঁচার লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। গতকাল রোববার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জনাব শেখ ইউসুফ হারুন (সিনিয়র সচিব) মহোদয় মৌলভীবাজার জেলার শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল সংলগ্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন এবং বানভাসি অসহায় মানুষদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক, মৌলভীবাজার মীর নাহিদ আহসান। বানভাসি মানুষের কষ্ট লাঘবে বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে।