আফরোজা রশীদ ঢালী: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর ভূইয়ার বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো:মহিউদ্দিনের সংবর্ধনা উপলক্ষে আজ শুক্রবার সকালে থানার হলরুমে থানা পুলিশের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কসবা থানা বিদায়ী অফিসার ইনচার্জ মো:আলমগীর ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- কসবা আখাউড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো:কামরুল ইসলাম। কসবা থানা এস আই রৌশন আলীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন-কসবা পুলিশ পরিদর্শক তদন্ত মো:হাবিবুর রহমান,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। নবাগত অফিসার ইনচার্জ মো:মহিউদ্দিনকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ এবং সদ্য বিদায়ী মো:আলমগীর ভুইয়াকে ফুল দিয়ে বিদায় জানান। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন- এস আই্াব্দুর রাজ্জাক,এস াইন আমান উলা আমান,এস আই হাবিবুর রহমান,পুলিশ সিপাহী রাশেদুল ইসলঅম প্রমুখ। বিদায়ী অফিসার ইনচার্জ মো:আলমগীর ভুইয়াকে কসবা থানা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।