আফরোজা রশীদ ঢালী — ব্রাহ্মণবাড়িযার জেলার কসবা উপজেলার স্টেশন রোডের সিএনমবি বাংলার সামনে সদর রাস্তায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষে কাজল দাশ,দূর্জয় ও রুবেল মিয়া নামের এক তিন জন গুরুত্বর আহত হয়েছে। আজ সোমবার সাড়ে ১২ টার দিকে কসবা থাপনার পূর্ব দিকে সিএমবি বাংলার নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কাজল দাশ গ্রামের বাড়ির উপজেলার শিমরাইল কসবা রেলস্টেশনে অভিমুখি বিপরীতমুখি অপর একটি মোটরসাইকেলের সাথে রুবেল মিয়া গ্রামের বাড়ি তালতলা মোটর সাইকেল মুখোমুখি সংর্ঘষ হয়। এতে উভর মোটরসাইকেলের তিন জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে কসবা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাজল দাশ ও দূর্জয় গ্রামের বাড়ি শিমরাইলকে কসবা হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রুবেলকে ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।