বাদল আহাম্মদ খান প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মঙ্গলবার বিকেলে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. লিটন নামে এক যুবক আহত হয়েছে। আহত ওই যুবককে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার হাতে গুলি লেগেছে।
র্যাব জানায়, আহত ওই যুবক মাদককারবারি। উপজেলার কল্যাণপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় মাদককারবারিদের সঙ্গে বন্দুকযুদ্ধে সে আহত হয়। তাকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে আসা হয়।
র্যাব- ১৪ ভৈরব কম্পানি অধিনায়ক রাফিউদ্দিন মো. যোবায়ের জানান, কল্যাণপুর এলাকায় অভিযান চালানোর সময় মাদককারবারিরা হামলা করে। হামলায় র্যাব সদস্য সুমন ও সোর্স ইউসুফ আহত হন। আত্মরক্ষার্থে র্যাব তখন গুলি চালায়। ঘটনাস্থল থেকে ৩৩ বোতল ফেন্সিডিল ও একটি দা উদ্ধার করা হয়।
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হিমেল খান জানান, সন্ধ্যায় র্যাব সদস্যরা গুলিবিদ্ধ অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়।
আহত যুবককে দেখে আসা ব্রাহ্মণবাড়িয়ার এক চিকিৎসক জানান, হাতের উপরের অংশের মাংসপেশিতে গুলি লেগেছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় আহত ব্যক্তি একেবারে শঙ্কামুক্ত সেটা বলা যাচ্ছে না। তার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে বলে তিনি ধারণা পোষণ করেন।