আফরোজা রশীদ ঢালী : ঈদের দিনে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভাসমান রোগী আব্দুল আলীমের সাথে ঈদ আনন্দ কআর আশা পোষন করছেন কসবা উপজেল্ প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী।আব্দুল আলীম ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চার তলায় মেডিসিন বিভাগের ১৯নং বেডে চিকিৎসাধীন আছেন। পবিত্র ঈদুল আজহার দিনে সপরিবার নিয়ে ঈদ করার কথা থাকলেও কসবা টিভির সদস্য ও সপরিবারের ইচ্ছা পুরণে এবার সাংবাদিক ঢালী ভাসমান রোগী আব্দুল আলীমের সাথে হাসপাতালে গিয়ে ঈদ আনন্দ করবেন। আবেগকে হার মানিয়ে মানবিকতা আর দায়িত্ববোধকে ভালোবেসে ঈদের আনন্দ ভাসমান রোগী আব্দুল আলীমের সঙ্গে ভাগাভাগি করে নিবেন তিনি। কথা হয় এই প্রতিবেদকের সঙ্গে। খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা টিভিকে বলেন, সবাই ঈদ করবেন পরিবার ও স্বজনদের সঙ্গে। আমি মানব্কি দায়িত্ব পালন করবো ঈদে। এই দায়িত্ব পালনে শান্তি আছে। সাংবাদিকদের পেশার সঙ্গে মানবিক ও মানবতা জড়িত। তাই ঈদের দিনে অসুস্থ্য বৃদ্ধ ভাসমান রোগী আব্দুল আলীমের সাথে অন্যরকম আনন্দ আছে। চিকিৎসাধীন অধিকাংশ রোগীর হাসপাতালের শয্যাপাশে স্বজনরা না থাকলেও ঈদের দিনে চিকিৎসকের পাশাপাশি স্বজনের দায়িত্ব পালন করছেন কর্তব্যরত চিকিৎসক ও নার্সরা। তাই আমি এবার কসবা থেকে উদ্ধারকৃত ভাসমান রোগী বৃদ্ধ আব্দুল আলীম এর সাথে ঈদ পালন করার ইচ্ছ পোষণ করছি।