বাদল আহাম্মদ খান:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঈদুল আযহা উপলক্ষে মনিয়ন্দ ইউনিয়নের বড় টনকি গ্রামের বেশ কয়েকটি দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে ফেইসবুক ভিত্তিক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নিজের ইচ্ছে প্রকাশ। শুক্রবার সকালে উপহার সামগ্রী সমুহ টিমের স্বেচ্ছাসেবক সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো পোলাওর চাউল, সয়াবিন তৈল, চিনি, সেমাই, গুঁড়োদুধ, কিসমিস, পেয়াজ, লবন ও তেজপাতা। প্রত্যেক পরিবারের জন্য প্রতি প্যাকেটে প্রায় সাড়ে পাঁচশত টাকা মূল্যের পন্য সামগ্রী প্রদান করা হয়।
ঈদ সামগ্রী পেয়ে সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন উপকার ভোগী পরিবার সমূহ। ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রমে দেশ ও প্রবাস থেকে যারা অর্থ ও পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন তাদেরকে পাশে পেয়ে খুশি সংগঠনের সদস্যরা।
নিজের ইচ্ছে প্রকাশ ফেইসবুক পেইজের প্রধান এডমিন মোঃ ছাব্বির ভূইয়া জানান, গ্রামের সামাজিক ও উন্নয়ন মূলক কাজে অংশ গ্রহনের জন্য আমাদের রয়েছে ছোট্ট একটি স্বেচ্ছাসেবক টিম। মানুষের সহযোগিতা ও পরামর্শ পেলে ভবিষ্যতেও আমরা এর চেয়ে বড় ধরনের কার্যক্রম পরিচালনা করার ইচ্ছে রয়েছে। মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহবুবুল আলম চৌধুরী দীপক সংগঠনটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, তরুণ এই স্বেচ্ছাসেবক টিমের যে কোন ভালো কাজে আমরা সকলে তাদের পাশে আছি এবং থাকব।
ভালো কাজের মাধ্যমে সংগঠনটি আরো বহুদূর এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা সকলের।