আফরোজা রশীদ ঢালী: কসবা থেকে উদ্ধারকৃত ভাসমান বৃদ্ধ আব্দুল আলীমের জন্য ভালোবাসার হাত বাড়ালেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলম । আজ শুক্রবার সকালে ভাসমান আব্দুল আলীমের ঘটনাটি কসবা টিভিতে দেখে ও সাংবাদিক খ.ম.হারুনুর রশীদ ঢালীর কাছে থেকে শুনে তিনি তার বেতনের টাকা থেকে স্ব ইচ্ছায় ভালোবাসার হাত বাড়ালেন।