আফরোজা রশীদ ঢালী :
ব্রাহ্মণবাড়িয়া ও কসবা – আখাউড়ায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রান মুসল্লিরা । আজ রবিবার সকাল ৮ টায় শহরের কাজীপাড়াস্থ ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় । এতে স্থানীয় সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী , জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম , ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবর সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ বিভিন্ন রাজনৈতিক , সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন । এই দিকে কসবা ও আখাউড়ায় ধর্মীয় ভাবগাষ্ঠীর্য্যের মধ্যদিয়ে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন ধর্মপ্রান মুসল্লিরা । থানা পুলিশের ব্যাপক সজধারীর ফলে কোনো অপ্রিতীকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ ভাবে ব্রাহ্মণবাড়িয়ার ১৩ শত ৮৪ টি ঈদগাহে ঈদেও নামাজ অনুষ্ঠিত হয়েছে । সকাল ৮ টায় কসবা উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ , কসবা থানা মসজিদ , বগাবাড়ি জামে মসাজদ সমাঠে এবং আকছিনা পূর্বপাড়া বড় ঈদগাহ মাঠে ৯ টায় জামাত অনুষ্ঠিত হয় । এতে কসবা উপজেলঅ নির্বাহী অফিসার মাসুদ উল আলম , কসবা থানা অফিসার ইনচার্জ মো : মহিউদ্দিন , কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো : মনির হোসেন , কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও কসবা টিভির পরিচালক খ.ম.হারুনুর রশীদ ঢালী এবয় কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমনসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন । অপর দিকে আখাউড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পৌর মেয়র তাকজিল খলিফা কাজল আওয়ামী লীগের সভাপতি আখাউড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুশ ঈদেও নামাজে অংশ গ্রহণ করেন । দেশ , জাতি ও বিশ্ব মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় । পরিশেষে মহান আল্লাহর সন্তুষ্টি কামনায় কোরবানির পশু জবেহ করা হয় ।
ReplyForward
|