আফরোজা রশীদ ঢালী:
ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির গরু গোসল করাতে গিয়ে খালের পানিতে ডুবে নাবিল রহমান ( ১২ ) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে । আজ রবিবার দুপুরে শহরের কাউতলীস্থ কুরুলিয়া খাল থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধারে করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল । সে কাউতলী এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে ও কাউতলী রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের ৭ ম শ্রেণীর শিক্ষার্থী । স্থানীয়রা জানায় , সকালে নাবিল কুরুলিয়া খালে তাদের কোরবাণির গরুকে গোসল করিয়ে একটি গাছের সাথে বেঁধে নিজে গোসল করতে নামে । এ সময় সে খালের পাড়ে থাকা সেভে পা পিছলে খালের পানিতে তলিয়ে যায় । খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধারের চেষ্টা করে । পরে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ইউনিট খবর পেয়ে ঘটনাস্থলে আসে । তবে তাদের ডুবুরি দলা না থাকায় কিশোরগঞ্জ জেলা থেকে ডুবুরি দল এসে উদ্ধার তৎপরতা চালায় । দলটি অল্প সময়ের মধ্যেই খাল থেকে নাবিল রহমানের মরদেহ উদ্ধার করে । ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ইউনিটের লিডার মোঃ জুয়েল জানান , খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস ইউনিট দ্রুত ঘটনাস্থলে আসে । তবে এখানে ডুবুরি দল না থাকায় কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে । ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমরানুল ইসলাম জানান , এ বিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই ওই কিশোরের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ।