আফরোজা রশীদ ঢালী
কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের চকচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ চত্বরে আজ সোমবার বিকেলে চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয়ের নব-নিবাচিত পরিচালনা কমিটিকে এক সংবর্ধনা প্রদান ও ঈদ পূণমিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সৈয়দাবাদ সরকারি আদর্শ মহাবিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী আধ্যাপক এ বি এম ইউনুছ ভুঁইয়ার সভাপতিত্বে সংবর্ধনা ও ঈদ পূণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাহী প্রকৌশলী হাবিবুর রহমান, আমেরিকা প্রবাসী এ কে এম শফিকুল ইসলাম, বিনাউটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম বেদন, বিনাউটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হামিদ, চকচন্দ্রপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার শেখ মোঃ ইয়াকুব আলী প্রমুখ। উদযাপন কমিটিরে পক্ষ থেকে সকল অতিথিকে ফুল দিয়ে অভিনন্দন জানান।
সংবধিত অতিথি নবনির্বাচিত চন্ডিদ্বার উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট আসাদুজ্জামান সরকার টিটুসহ কমিটির সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ঈদ পূণমিলনী ও সংবর্ধনা উদযাপন কমিটি। অনুষ্ঠান পরিচালনা করেন উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ রেজাউল করিম ভুঁইয়া শুভ ও সদস্য সচিব মোঃ আবদুল বাঁচেন সরকার। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।