অপরাধ পত্র:
সুপ্রিয় পাঠক আপনাদেরকে ঈদের পরে আবারও শুভেচ্ছা। প্রিয় পাঠক ভাসমান আব্দুল আলীম চাচাকে উন্নত চিকিৎসা করাতে গিয়ে অবশেষে নিরবে চলে গেলেন না ফেরার দেশে তার আপন ঠিাকানায় ।তাই দু:খটা কারোর সাথে শেয়ার করতে পারেনি। তাই আপনাদের সাথে আজ শেয়ার করতে আমার দীর্ঘদিনের আশা প্রকাশের লালিত স্বপ্নকে বাস্তবায়ন করতে আপনাদের সাথে মিলিত হয়েছি। খোলা আকাশ। মাথার ওপর ছাদ নেই। চাল-চুলো-সংসারও নেই। রাস্তায় যাদের যুদ্ধ পরিচালনা করে জীবন সংসারের চাকা টানতে ব্যস্ত হয়ে একটা পুড়ি বা একটা সিংগারা খেয়ে দিনের কাজ শেষে আপন ঠিকানায় ফিরে যায়।এক বেলা পথেই যাদের ঠিকানা তাদের জন্য আমাদের আপন ঠিকানা নামে অরাজনৈতিক সেচ্ছাশ্রম সংগঠন । নাগরিক সুবিধা বঞ্চিত এসব মানুষের খোঁজ রাখে না কেউ। ছিন্নমূল এ মানুষগুলোর বেশির ভাগই পড়ন্ত বয়সের। একদিকে বয়সের ভার অন্য দিকে শারীরিক অসুস্থতা এই মানুষগুলোকে আরো অসহায় করে তুলছে। এদের বেশির ভাগের সন্তান আছে। সেই সন্তানেরা তাদের খোঁজ রাখে না। পেটে ধরা এই সন্তানরা বিয়ের পর নিজেদের সংসার সামলাতেই ব্যস্ত। মা বাবার খোঁজ রাখার সুযোগ নেই এই অমানুষগুলোর। যদিও এই বৃদ্ধ লোকেরা কেউই তাদের সন্তানদের বিরুদ্ধে কথা বলেন না। তাদের ক্ষোভও নেই। তবে দীর্ঘশ্বাস আছে। পেটের তাগিদে বিভিন্ন জায়গা থেকে এসব মানুষ শহর,উপজেলায় কাজ করে কেউ ছিন্নমূল হিসেবে এসেছেন। সকাল থেকে রাতের শুরুর অংশ পর্যন্ত তারা শহরের অলিগলিতে ভিক্ষাবৃত্তি করেন। বাসাবাড়িতেও ভিক্ষার জন্য তারা যান। দিন শেষে রাস্তার ডিভাইডার, রেলস্টেশনসহ পরিত্যক্ত জায়গাগুলোতেই শুয়ে রাত কাটান। শীত, বর্ষা এভাবেই মোকাবিলা করে জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছেন এসব মানুষ। বহুদিন তারা নিজ হাতে রান্না করেননি। রান্নার পরিবেশ তাদের নেই। খোলা রাস্তায় আগুন জ্বালাতে পারে না। হোটেলগুলোতে ভিক্ষার টাকা দিয়ে অথবা কোনো মানুষের সাহায্যে দু’এক বেলা খেয়ে জীবন ধারণ করেন।
এদের অনেকেই বয়স্ক মাঝে মধ্যে কিছু হৃদয়বান মানুষ তাদের খাবার, শীতের কাপড় দিয়ে গেলেও চাহিদার তুলনায় খুব কম। কসবায় আপন ঠিকানা নামে এসব ছিন্নমূল মানুষদের নিয়ে কাজ করবেন কসবা টিভির পরিচালক ও কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ও মো:শরীফুল ইসলাম ভুইয়া। আমাদের শুরুটা ছিন্নমূল মানুষদেরকে এক বেলা খাবার দিয়ে যাত্রা শুরু করতে চাই। যে টা করতে চাই এই মাসের মধ্যে শুক্রবার নামাজের পর থেকে। এই শুরুটার সাথে সেচ্ছাশ্রমের ভিওিতে আপনিও আমাদের আপন ঠিকানার সাথে অংশীদার হতে পারেন। আমাদের সাথে যোগযোগ ঠিকানা- আপন ঠিকানা,কসবা টিভি অফিস ইকু প্লাজা ৩য় তলা,কসবা পুরাতন বাজার,ব্রাহ্মণবাড়িয়া। মোবাইল-০১৭১১৩৫৩২১৫,০১৯১৭১৩৩৩২৪