আফরোজা রশীদ ঢালী- কসবা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহিউদ্দিন পিপিএম পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫বোতল বিয়ারসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে । আজ বৃহম্পতিবার ১৪জুলাই রাত ২১ঘটিকায় কসবা পৌর এলাকার খাড়পাড়া চেয়ারম্যানের বাড়ির সামনে রাস্তার উপর থেকে উক্ত মালামালসহ একটি অটোরিক্সা আটক করে। কসবা থানার ওসি মহিউদ্দিন বলেন এই অভিযান অব্যাহত থাকবে। আটককৃতরা হলো বায়েক ইউনিয়নের চারুড়া পশ্চিম পাড়ার পিতা মৃতু সুরুজ মিয়ার ছেলে জাকির হোসেন ও কসবা পৌরসভা খারপাড়া গ্রামের হাবিব মিয়া ছেলে মো:এমরান হোসেন। কসবা থানা ওসি মুহাম্মদ মহিউদ্দিন কসবা টিভিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহম্পতিবার রাত সাড়ে ২১ঘটিপকার দিকে অভিযান চালিয়ে বিদেশি ৬৫তল বিয়ারসহ তাদের গ্রেফতার করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।