আফরোজা রশীদ ঢালী: দেশবাসীকে মাদকের আগ্রাসন থেকে মুক্ত করার জন্য সরকার মাদকবিরোধী চলমান অভিযানকে আরো বেগবান করার জন্য বিভিন্ন সংস্থায় কর্মরত আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর নির্দেশনা দিয়েছে। সেই ধারবাহিকতায় বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রধান মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ দেশের বিভিন্ন থানায় দায়িত্বরত পুলিশ সদস্যদের জানিয়ে দিয়েছেন আপনার কর্মরত এলাকায় হয় মাদক থাকবে, না হয় পুলিশ থাকবে।এই শ্লোগানকে বুকে নিয়ে স্ব-স্ব থানার অন্তর্গত এলাকা গুলোকে মাদক মুক্ত এলাকা হিসাবে চিহ্নিত করার জন্য মাদক পাচার প্রতিরোধ ও মাদক ব্যবসায়ীদের নির্মুল করতে চলমান অভিযানকে আরো বেগবান করার কঠোর নির্দেশনা দিয়েছেন। সেই ধারাবাহিকতাকে সামনে রেখে কসবা থানার ওসি মুহাম্মদ মহিউদ্দিন পিপিএম কসবা টিভিকে বলেন; কসবা উপজেলার মানুষকে মাদকের আগ্রাসন থেকে মুক্ত করার জন্য পুলিশের অভিযানকে আরো কঠোর ভাবে পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার ও সিনিয়র সহকারীকারী পুলিশ সুপার কসবা আখাউড়া সার্কেলের দিক-নির্দেশনায় আমি মাদক কারবারে জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করছি। মাদক কারবারীদের জন্য ওসি মহিউদ্দিনের নতুন বার্তা মাদক কারবারে জড়িত অপরাধীদের সন্ধান যেখানে পাবো সেখানে চলবে ওসি মুহাম্মদ মহিউদ্দিন পিপিএমের অভিযান,মাননীয় আইনরমন্ত্রীর এলাকাকে আমি মাদক মুক্ত করবোই। পাশাপাশি প্রাকৃতিক সবুজ দৃর্শ্যেঘেরা কসবাকে মাদক মুক্ত করার জন্য স্থানীয় জনগনের সহযোগিতা কামনা করেছেন। কসবা থানার ওসি মৃহাম্মদ মহিউদ্দিন পিপিএম এর নেতৃত্বে শুত্রবার রাত ১২টা ৪৫মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন ৯নং কাইমপুর ইউনিয়নের রাউৎখলা সাকিনস্থ ছিদ্দিক মিয়ার বাড়ী হইতে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার মনোহরপুর গ্রামের আঃ মতিনের ছেলে শাহ পরান (২৫) এর দখল ও হেফাজত হইতে ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। আসামীর বিরুদ্ধে মাদক আইনে কসবা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।